দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে।
বিভাগভিত্তিক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ১১ জেলা-তে এমন ঝড়ো হাওয়ার আভাস রয়েছে—ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে নদীবন্দর ও উপকূলীয় এলাকায় নাবিকদের সতর্ক থাকা প্রয়োজন।
আবহাওয়া অফিসের একটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বা ভারি বর্ষণও আশা করা যাচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, সামনের কয়েকদিন দেখা দিচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার সম্ভাবনা। লক্ষণীয়—অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে এখন ১ নম্বর সতর্কতা থাকার ফলে লোকজনকে অপ্রয়োজনীয় যাত্রা ও নৌপথে যাতায়াত এড়াতে বলা হচ্ছে এবং বন্যা বা ঝুঁকিপূর্ণ এলাকায় সজাগ থাকতে বলা হচ্ছে। (উপরের সব তথ্য — আবহাওয়া অধিদপ্তরের রোববারের বিজ্ঞপ্তি অনুযায়ী রাখা হয়েছে; কোনো অনুমান বা অতিরিক্ত ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি।)


