কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্ত্রী-সন্তান ও এক যুবককে গুলি করে হত্যার দায়ে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক মো: রুহুল আমীন এ রায় ঘোষণা করেন। তবে এ সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি সৌমেন রায়।
এর আগে ২০২১ সালের জুন মাসে কুষ্টিয়া শহরে পরকীয়ার প্রেমের জেরে সৌমেন রায়ের ২য় স্ত্রী আসমা ও স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রবিন ও তার স্ত্রীর পরকীয়া প্রেমিক শাকিল খানকে গুলি করে হত্যা করেন। পরে স্থানীয় লেকজন পুলিশ কর্মকর্তা সৌমেনকে আটকে রাখার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পুলিশ এই ঘটনা তদন্তে আলাদ ২টি তদন্ত কমিটি গঠন করে। বরখাস্ত করা হয় ওই পুলিশ কর্মকর্তাকে। ১৩ জুন রাতে নিহত শাকিল খানের বাবা মো: মেজবার রহমান বাদী হয়ে সৌমেন রায়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।