কুষ্টিয়ায় ধুমপান করতে নিষেধ করায় মো: শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাতে যখম করার অভিযোগ উঠেছে। এছাড়াও শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহত শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং তার বড় ভাই মো: শাহীন বিশ্বাস। আহতদের উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ সূত্রে জনা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফারাজীপাড়া জামে মসজিদের সামনে একটি দোকানে কয়েকজন যুবক ধুমপান করছিলো। এ সময় কলেজ শিক্ষক শামীম হোসেন ওই যুবকদের ধুমপান করতে নিষেধ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এর একপযার্য়ে ওই যুবকরা রাত ৯টার দিকে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষক শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর যখম করে।
এছাড়াও ওই কলেজ শিক্ষকের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন আহত শামীম ও শাহীনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সেদিন রাতেই কলেজ শিক্ষক শামীম হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ২ জনকে আটক করেছেন।
কুষ্টিয়ায় ধুমপান করতে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাতে যখমের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।