গাইবান্ধার ফুলছড়িতে ২৯৩ বোতল বিদেশি মদসহ মো: আব্দুস সোবহান নাড্ডু (৪২) নামে এক মাদক বারাবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সব বিদেশি মদের আনুমানিক বাজার মূল প্রায় ৬ লাখ টাকা।
আটককৃত আব্দুস সোবহান ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি চরের মো: আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো: কামাল হোসেন।
তিনি জানান, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ বোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক কারাবারী আব্দুস সোবহান নাড্ডুর বসতবাড়ির আঙ্গিনা এবং গোয়াল ঘরের পাশে থাকা খড়ের গাদার মধ্যে থেকে মোট ৯টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভিতরে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ সব বিদেশি মদের আনুমানিক বাজার মূল প্রায় ৬ লাখ টাকা।
গাইবান্ধার ফুলছড়িতে ২৯৩ বোতল বিদেশি মদসহ আটকের বিষয়ে তিনি আরও জানান, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ি খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও আব্দুস সোবহানের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও মারামারির মামলাসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে।