বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

গাজীপুরে বিদেশি পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত আটক

বিশেষ সংবাদ

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি পিস্তল ও রিভলবারসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো: বাদশা প্রামাণিক (৪১), পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো: মনির মোল্লা (৩৮) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো: রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শহরের লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ১টি হাইড্রলিক কাটার, ১টি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে বিদেশি পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব শামসুর রহমান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক২টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে মনির মোল্লার নামে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে জেলার বিভিন্ন থানায়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

৩১৩ জনকে টপকে আগাম জামিন পেলেন কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না!

চট্টগ্রামের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার স্ত্রী তামান্না শারমিন। আলোচনার কারণ—হাইকোর্টে...

৩১৩ জনকে টপকে আগাম জামিন পেলেন কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না!

চট্টগ্রামের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

পুলিশের ওপর হামলার ঘটনায় তিন জন গ্রেপ্তার

বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (০৯ এপ্রিল) ভোরে...

রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, আহত অন্তত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাকশিল্প অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার...