রাজধানীর দোহারে শাহানা আক্তার (২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই সৎ শাশুড়ি এবং ২ দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শাহানার স্বামী মো: কুদ্দুস দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোমবার (২৫ মার্চ) বিকেলে অভিযুক্ত মোছা: শিমু বেগম ও মো: মিশকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত আরেকজন মো: ওয়াশিমকে বাড়িতে পাওয়া যায়নি।
এর আগে, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জানান, পরিবারের অমতে বিয়ে করায় তাদেরকে বাড়ি থেকে বের করে দেন তার শশুর মো: আব্দুর রহমান। শনিবার বিকেলে বাবার বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করে আপত্তিকর ভাষায় গালাগালি করে তার সৎ শাশুড়ি শিমু বেগম, দেবর মিশকার ও ওয়াশিম। তিনি এর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করেন তারা ৩ জন মিলে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভুক্তভোগী শাহানা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রাজধানীর দোহারে গৃহবধূকে পিটিয়ে জখম করায় ২ জনকে আটকের বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশিদ বলেন, গৃহবধূকে মারধরের অভিযোগ পেয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।