রাজবাড়ীর সদরে প্রাক্তন স্ত্রীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে জুয়েল শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ মার্চ) সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল শেখ মাধব লক্ষীকোল গ্রামের মো: আক্কাছ আলীর ছেলে। আটকের পর আদালতে পাঠানো হলে, নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জুয়েল শেখ।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, জুয়েল তার আরেকজন স্ত্রীর বিষয়টি গোপন রেখে ৬ মাস আগে তাকে বিয়ে করেন। বিষয়টি জানার পর থেকেই ভুক্তভোগী জুয়েলের সাথে সংসার করার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন এবং গত রবিবার (৭ জানুয়ারি) তিনি জুয়েলকে তালাক দেন।
তাদের তালাক হওয়ার পর থেকেই জুয়েল তাকে সতীনের সঙ্গে সংসার করার জন্য নানারকম হুমকি-ধামকি ও চাপ দেয়। এতে কাজ না হওয়ায়, তাদের দাম্পত্য জীবন চলাকালে কৌশলে মোবাইলে ধারণকৃত অশ্লীল স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয় জুয়েল।
ভুক্তভোগী নারী বলেন, এ বিষয়টি জানতে পেরে জুয়েলের সাথে যোগাযোগ করা হয় এবং সে সংসার করার জন্য আবারও হুমকি-ধামকি দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইমো ও মেসেঞ্জারে বিভিন্ন মানুষের কাছে ওইসব অশ্লীল ছবি ও ভিডিও ছড়াতে থাকেন। এতে বাধ্য হয়ে আইনের সহযোগিতা নেয় ভুক্তভগী।
রাজবাড়ীর সদরে প্রাক্তন স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়ানোয় এক যুবককে আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান খান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জুয়েল শেখকে পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জুয়েল আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।