শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শনিবার (০২ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর এবং শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মো: সোহেল সেখের ছেলে ইমরান শেখ, ধীতপুর আলাল গ্রামের মৃত মো: মতিউর রহমানের ছেলে কামরুল হাসান, সয়াধানগড়ার মৃত মো: আব্দুল মজিদের ছেলে ইনসান শেখ, মৃত মো: আবুল হোসেনের ছেলে মুন্না শেখ এবং দিয়ারধানগড়ার মৃত মো: জয়নালের স্ত্রী মুক্তি বেগম।

রবিবার (০৩ মার্চ) দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ এর অধিনায়ক মো: মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের বিষয়ে তিনি জানান, গ্রেফতারকৃত ছিনতাই চক্রের সদস্যরা ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা এবং সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে চালককে জিম্মি করে টাকা আদায় করত। এছাড়াও যানবাহন ক্রয়-বিক্রয়ের নামে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো।

তিনি আরও জানিয়েছেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতন করত এবং বিকাশের মাধ্যমে টাকা পয়সা লুট করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলজাহতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ