একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুনানির বিষয়টি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে মামলাটি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। শুনানির দিন ধার্য করার আদেশ দেন আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী শিশির মনির।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণের অভিযোগে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালে মৃত্যুদণ্ডাদেশ দেয়। এর বিরুদ্ধে আইনগত লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন।
আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালতের রায় ও পর্যবেক্ষণের দিকে থাকছে জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি।