ভারতে জলস্রোতে ভেসে গেছে নারী, শিশুসহ একই পরিবারের ৭ জন। ক্যামেরায় ধরা পড়েছে সেই রোমহর্ষক দৃশ্য। ভেসে যাওয়াদের মধ্যে দুইজন সাঁতরে ফিরতে পারলেও বাকিরা আর ফিরতে পারেননি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুনে জেলার লোনাভালায় একটি জলপ্রপাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
রবিবার (৩০ জুন) ওই পরিবার মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরের এই হিল স্টেশনে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানেই ঘটে এমন দুর্ঘটনা। ভেসে যাওয়াদের মধ্যে নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুসি ড্যামের কাছের একটি জলপ্রপাতের পাশে পরিবারটি পিকনিক করছিল। রবিবার (৩০ জুন) দুপুরে পানি কম ছিল জলপ্রপাতে। ওই সময় পরিবারটির সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ছিল। ওদিন সকাল থেকে এই এলাকায় ভারী বৃষ্টির কারণে বাঁধ উপচে বাড়ছিল জলপ্রপাতের পানি। হঠাৎ দানবীয় রূপ নেয় বাধের স্রোত। পরে ওই পাথরটিতে আটকা পড়ে পরিবারটি।
এসময় একটি পাথরের ওপর একে-অপরকে জড়িয়ে ধরেছিলেন সবাই। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সাবই। তারপর জলস্রোতে ভেসে যায়। তাদের মধ্যে দুইজন সাঁতরে পাড়ে উঠতে পেরেছে। তীরে শত শত পর্যটক তাদের চিৎকার শুনলেও তীব্র স্রোতের কারণে সাহায্য করার সাহস পাননি। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে অভিযান চলছে।