মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারে প্রীতি ম্যাচে অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারে অংশ নিতে গিয়ে ক্রিকট খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নোমানী ময়দান মাঠে জাতীয় ক্রিকেটাররা মাগুরা জেলা ক্রিকেটাস এসোসিয়েশনের টিমের সাথে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় অংশ নেন। ৮ ওভারের ম্যাচে তারা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হয়েছেন।
তখন সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ খেলা দেখতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ প্রীতি ম্যাচ খেলায় অংশ নেন জাতীয় দলের নাজমুল অপু, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাগ গাজী, নাঈম ইসলাম, মিজানুর রহমান ও মুক্তার হোসেন।
এ সময় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মো: সালাউদ্দিনও টিমের সাথে উপস্থিত ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে সাকিবকে বিজয়ী করতে নির্বাচনি প্রচারণায় কাজ করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
তারা বলেন, ক্রিকেট খেলা নিয়ে মাগুরাতে সাকিবের অনেক চিন্তা-ভাবনা রয়েছে। সাকিব নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছুই পাবে।
মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারণা করতে এসে জাতীয় দলের খেলোয়াড়রা সেখানে প্রীতি ম্যাচ খেলেছেন। এতে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে মাগুরার নোমানী ময়দান ঐতিহাসিক ময়দানে পরিণত হয়।
ঢাকা থেকে আগত সাকিব আল হাসানের কোচ মো: সালাউদ্দিন বলেছেন, মাগুরায় এসে আমরা এ যেন এক নতুন সাকিবকে দেখছি। আমি মনে করি, তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে।