কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা টাবলেট উদ্ধার করেছে পুলিশ। একটি ইঞ্জিন চালিত নৌবোট থেকে পাঁচটি ড্রামের ভেতরে রাখা ১২৫ প্যাকেট স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এসব জব্দ করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী নদীর মোহানা এলাকায় একটি বোটকে গতিরোধ করে অভিযান চালনো হয়। অভিযানকালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে পাচারের সময় এক চালানেই ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । জব্দকৃত ইয়াবার অনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এটি কক্সবাজার পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দের ঘটনা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।