মোবাইল রাখা ও নকলের দায়ে ১১ জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলায় ৩ কেন্দ্র এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ও নকল রাখার দায়ে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) এইচএসসির ইংরেজি প্রথম পত্র এবং আলিম পরীক্ষার বাংলা ১ম পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করেছেন উপজেলা প্রশাসন।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং জানান, পরীক্ষা চলাকালীন সময়ে আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নকল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ৮টি মোবাইল ও নকল এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীর কাছ থেকে ১টি মোবাইল ও নকল পাওয়া যায়। এ সময় ১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা স্থগিত করে তাদের সকলকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কুমিল্লার বরুড়ায় মোবাইল রাখা ও নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নকল করার অভিযোগে মোট ১৫ জনকে বহিস্কার করা হয়েছে।