তিন দফা দাবিতে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তাদের প্রধান দাবি, পরীক্ষার সময় দুই মাস পিছিয়ে দেওয়া, বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা নেওয়া এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানায়, আগামীকাল বুধবার (৪ জুন) সকাল ১০টায় ঢাকার শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া স্বর্ণা বলেন, ‘আমরা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারিনি। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ আর নিরাপত্তাহীনতায় অনেকেই নিয়মিত ক্লাসে যেতে পারেনি। অথচ আমাদের ওপর পরীক্ষার সময় এগিয়ে আনার চাপ দেওয়া হচ্ছে। নতুন নিয়মও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।’
শুধু শহর নয়, গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও পড়াশোনায় ব্যাঘাতের কথা জানাচ্ছেন।
শিক্ষার্থীদের তিন দাবি :
১. দুই মাস সময় চেয়ে পরীক্ষা পেছানো – যাতে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।
২. বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা – এমসিকিউ ও সিকিউ অংশে আলাদা পাস নম্বর বহাল রেখে পরীক্ষা নিতে হবে।
৩. অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা – গ্রেস নম্বর অথবা অতিরিক্ত পরীক্ষা দিয়ে পাসের সুযোগ দেওয়া।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে। তবে তারা আন্দোলন শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।