কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার ঘিলাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইকবাল উখিয়া ডিগ্রি কলেজে শরীরচর্চার (শারীরিক শিক্ষা) শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ ইকবালের মালিকানাধীন দোকানে ভাড়াটে হিসেবে ছিলেন শরিফ। চুক্তির মেয়াদ শেষে দোকান ছাড়ার তাগাদা দেওয়া হচ্ছিল শরিফকে। কিন্তু তিনি গড়িমসি করতে থাকেন।
গতকাল রাত দেড়টার দিকে দোকান ছাড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে শরিফ ইকবালকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকবালে বড় ছেলে ইফতিয়াজ নুর বলেন,“শরিফকে দোকান ছাড়তে বারবার বলা হচ্ছিল। কিন্তু সে গড়িমসি করছিল। গত রাতে বাবা গিয়ে সরাসরি কথা বলেন। তর্কের একপর্যায়ে শরিফ বাবাকে ধাক্কা দেন, তিনি পড়ে গেলে পেটাতে শুরু করেন—মাথা, মুখ, পেট—যত জায়গায় পারে। আমরা দৌড়ে গিয়ে দেখি, বাবা নিস্তেজ পড়ে আছেন।”
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত শরিফকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “ইকবাল স্যার একজন শান্তশিষ্ট মানুষ ছিলেন। তাঁর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”