পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ তিন দাবিতে বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনরা।
অন্য দুই দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আবারও চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁদের চাকরির সময়কাল পার হয়ে গেছে তাদের পুনর্বাসন করতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তৎকালীন বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত নিরপরাধ জওয়ানদের পরিবারের সদস্যরা আজ দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন বর্তমানে প্রধান উপদেষ্টার ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এরপর সেখান থেকে শাহবাগে তারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। আজ বিকেল ৫টার দিকে তারা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আবারও অবস্থান নেন। এ সময় তারা নানা দাবি নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি পালন করবেন তারা
শহীদ মিনারে অবস্থানরত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন গণমাধ্যমে বলেন, দাবি আদায়ে আজ সারারাত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।
এ বিষয়ে রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানান, বিডিআরের যেসব সদস্য চাকরিচ্যুত হয়েছেন তারা ও তাদের পরিবারের লোকজন এই আন্দোলন করছেন। এছাড়াও তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহীদ মিনারে পুলিশ মোতায়েন করা হয়েছে।