ফরিদপুরের চরভদ্রাসনে তিনটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত নৈশ প্রহরীদের হাত পা বেধে ত্রিশ চল্লিশ জনের একটি ডাকাত দল বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
ডাকাতির শিকার মো: যুবায়ের মোল্যা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে শার্টার খোলার শব্দ পেয়ে তিনি ৩ তলা বাড়ি থেকে নিচে নেমে এসে ডাকাতদের দেখতে পান। এর পরপরই ১০ থেকে ১২জন লোক তার বসত ঘরের দরজা ভেঙে ৪ ভরি সোনা, ৪ ভরি রুপা ও নগদ ২ লাক্ষ টাকা নিয়ে যায়।
এদিকে স্বর্ণ ব্যবসায়ী শ্রীকান্ত কর্মকার, প্রফুল্ল কর্মকার ও গোপীনাথ কর্মকার জানান, তারা কেউ এদিন দোকানে ছিলেন না। ডাকাতির খবর পেয়ে ওই রাতে এসে দেখেন তাদের দোকানের শার্টার এর তালা কেটে সিন্দুক ভেঙ্গে তাদের মোট সাড়ে ১০ ভরি সোনা, ৪২০ ভরি রূপা ও নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল।
ফরিদপুরের চরভদ্রাসনে ৩ সোনার দোকান ও এক বাড়িতে ডাকাতি’র বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল ওহাব জানান, কয়েকেটি স্বর্ণের দোকানের তালা ভাঙ্গার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।