রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

বিশেষ সংবাদ

বরিশালের গৌরনদীতে একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধার করার সময় বিস্ফোরণে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন, কনস্টেবল মো: মিজান এবং বাড়ির মালিক মো: মাসুম হাওলাদার।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার বড় কসবা ইসলামিয়া মিশনের পিছনে মাসুম হাওলাদারের শোবার ঘর থেকে ১৫/২০ গজ দূরে বাথরুম রয়েছে। মঙ্গলবার সকালে মাসুম ওই বাথরুমে তালা দেওয়া দেখে প্রতিবেশী কেউ তালা দিয়েছে কিনা খবর নেন। কিন্তু তালা দেওয়ার বিষয়ে কেউ জানাতে না পারায় সুমন একপর্যায়ে তালা ভেঙ্গে ফেলেন।

তখন বাথরুমের মধ্যে ২টি বাজারের ব্যাগ দেখতে পান এবং ব্যাগে লাল টেপ পেঁচানো ৩টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করার সময় সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন এবং কনস্টেবল মিজান আহত হয়েছেন।

আরও জানা গেছে, এসআই কামাল হোসেন সুমনকে দিয়ে ব্যাগ ২টি টয়লেটের ভেতর থেকে বাইরে বের করে আনেন। পরে ব্যাগ ২টি ভিজিয়ে রাখতে বালতিতে পানি ঢালা হয়। এ সময় একটি কৌটা ভেসে উঠলে এসআই কামাল লাঠি দিয়ে খোঁচা মেরে সেটিকে মাটিতে ফেলে দেন। তখন সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা ৩ জন আহত হন।

বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণের বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, বোমা বিস্ফোরণে এসআই, কনষ্টেবল ও বাড়ির মালিক আহত হয়েছেন। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের ঘটনার দায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চাপিয়ে...

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের...

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আজ রাতেই ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায়...

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার...