রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেপ্তার

বিশেষ সংবাদ

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক শুভ নামের এক বহিষ্কৃত সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জানা যায়, গত আগস্টে ছাত্র আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিগত কয়েক মাস ধরে জেলা কমিটির অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয়ে শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বহিষ্কৃত সমন্বয়ক শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনীর আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তার নিজপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভ। গতকাল চাঁদা দাবির (১৫ মিনিট ১২) সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ওই কল রেকর্ড থেকে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের নিটক থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাবির ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন শুভ।

এ বিষয়ে ঢাবির শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, হামজা মাহবুব ও তথ্য উপদেষ্টা এবং আমার নাম ভাঙিয়ে শুভ চাঁদাবাজির চেষ্টা করেছে। তার ন্যূনতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও শুভর এমন কাণ্ড আমার জন্য সম্মানহানির। এই বিষয়টি অবগত হয়ে আমি ফেনী মডেল থানায় একটি অভিযোগ করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি আশীর্বাদস্বরূপ। এসব নামে-বেনামে সমন্বয়কদের কারণে এই ব্যানারের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনও কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

“যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না”: জনসভায় কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।” তিনি বলেন, “যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা...

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই হাজান টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত...

“যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না”: জনসভায় কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।” তিনি বলেন,...

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই...

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

মাত্র ৫০০ টাকায় এখন থেকে পাওয়া যাবে দ্বিগুণ গতির...

লাল কাপড়ে ঢেকে দিল বগুড়া পলিটেকনিকের মূল ফটকের নাম

ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া সরকারি...