ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো: বাদশা মিয়া (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়াে ওই গ্রামের মো: আবু কালাম মিয়ার ছেলে। এই হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাড্ডা গ্রামে বাদশার প্রতিবেশী মিয়াদের বাড়িতে ঢাকা থেকে এক কিশোরী বেড়াতে আসেন। শনিবার (২০ এপ্রিল) ওই মেয়েটি বাজারে যাওয়ার সময় পথে মধ্যে ওই এলাকার অনিকের নেতৃত্বে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে।
এসময় বাদশা বিষয়টির প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে অনিক তার সহযোগীদের নিয়ে ওআ রাতেই বাদশাকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা বাদশাকে বাঁচাতে গিয়ে আরও ৪ জন আহত হয়। পরে সবাইকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাদের মধ্যে বাদশার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর খুনের বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অনিককে প্রধান আসামি করে ২১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৪ জনকে আটক করেছে। ঘাতক অনিকসহ বাকীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।