ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। এতে জেলা সদরে ৩ জন, ত্রিশালে ৪ জন ও তারাকান্দায় ১ জন নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী একটি বাসের পিছনে একটি মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
নিহতরা হলেন, মো: লুৎফর রহমান (৩০) ও তার স্ত্রী শাহনাজ (২৫), ছেলে শিশু মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বাবা-মা ২ জনেই মারা যান। তাদের আরেক ছেলে মোজাহিদ (৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকায়। নিহত স্বামী-স্ত্রী দুজনেই ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, মঙ্গলবার দুপরে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
একই উপজেলার পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১টি পিকআপ ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাসের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত হয়েছেন। আরেকদিকে তারাকান্দা উপজেলার ধোবাউড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ।