মাদারীপুরে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এমদাদ হাওলাদার নামের এক দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
]আটককৃত এমদাদ হাওলাদার (৫০) মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে।
জানা গেছে, মাদারীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে একটি দালালচক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে ওই পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এসময় পাসপোর্ট অফিসের সামনে গোপনে এক ব্যাক্তির কথোপকথন ভিডিও করেন দুদকে কর্মকর্তারা। পাসপোর্ট করে দেওয়ার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন এমদাদ হাওলাদার নামের এক দালাল। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
দুদকের মাদারীপুরের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।