শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোবাইল নেটওয়ার্কে বন্ধ হলো ফেসবুক, সঙ্গে টেলিগ্রামও

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ও বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই (বুধবার) রাত থেকে ৩১ জুলাই (বুধবার) দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বন্ধ ছিলো। গত ৩১ জুলাই দুপুর ২টার পর থেকে তা চালু করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (০২ আগস্ট) বেলা ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সম্পুর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার (০১ আগস্ট) রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিলো। এ দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির অধিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)-এর ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পুর্ণভাবে বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়।

আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়। কিন্তু বন্ধ ছিলো মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়েছিলো। আরেকদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিলো।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মো: জুনাইদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের সর্বোচ্চ ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার বিষয়টির ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মগুলোর কাছে চিঠিও দিয়েছিলেন।

পলক গত ৩১ জুলাই ফেসবুকের সাথে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, ইউটিউব ও টিকটকের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিলো।

বৃহস্পতিবার জুনাইদ আহমেদ জানান, ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সরকারের অনুরোধে ফেসবুক ১৩ শতাংশ এবং ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি কনটেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭-২৬ জুলাই পর্যন্ত প্রায় ২১ শতাংশ কনটেন্ট সরিয়েছে। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ কনটেন্ট।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নিজ ফেসবুক...

পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরলেও, আলুর বাজার চড়া

বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম শুরু করেছে। তবে বাজারে আলুর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা এখনও বেশি দামেই বিক্রি করছে আলু। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।...

পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরলেও, আলুর বাজার চড়া

বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম শুরু করেছে। তবে বাজারে আলুর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা এখনও বেশি দামেই...

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে...