শেখ হাসিনার বেসরকারি শিল্প, বিনিয়োগ-বিষয়ক সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়াম্যান সালমান এফ রহমানের অ্যাপেলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের ২১টি এলসি বা সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে তার ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই সাইফ লাউঞ্জ, পোস্ট অফিস বক্স নম্বর-১২১৭০৯, শারজায় সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থপাচার করেছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে মামলা তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই মামলার আসামিরা সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থপাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে। ঢাকা জেলার দোহা থানাধীন এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, রাজধানীর গুলশানের দ্য এনভয় নামের বিল্ডিংয়ে সালমান এফ রহমানের ছেলে এই মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে থাকা ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের ১টি ফ্ল্যাট এবং রাজধানীর গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নং রাস্তার, ৩১ নং প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা ভনের ২য় ও ৩য় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও ১টি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা।