দেশের ৮ জেলার বন্যার্ত মানুষদের উদ্ধার ও সহযোগিতায় ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বুধবার (২১ আগস্ট) দ্রুতভাবে ১০ টন চিড়া, ১০ টন খেজুর, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের ৩টি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার সেসব মালামাল ৫ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও, লিখেছেন যেহেতু এখন সেখানে রান্না করার পরিস্থিতি নেই, এজন্য ৫০০ টন ত্রণের মধ্যে আমরা প্রথম ধাপে ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া ও ১ কেজি করে চিনি দিচ্ছি।
এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা চালানো, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া এই কাজ সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা, নৌবাহিনী, বিজিবি ও শিক্ষার্থীরাসহ অনেকেই ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই।