আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “রাজাকাররা আজ ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।”
সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এজলাসে তোলার সময় এই মন্তব্য করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে এক ক্ষুদ্র জুট ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আজকের দিন (সোমবার) ধার্য করেন আদালত।
শুনানিতে শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। তাকে প্রথমে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে এজলাসে তোলার সময় তিনি বলেন,“তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এসময় তিনি আরও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।”
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এসময় প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা যখন তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করেন, জবাবে শাজাহান খান বলেন, “অবশ্যই নির্বাচন করব।”
গতকাল ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দিয়েছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে, সেটাই বলেছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার চেয়েছি। এখন তার শাস্তি পাচ্ছি।”
এর আগে, গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাজাহান খানের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “আমি কাউকে হুমকি দিইনি, বরং যা ঘটেছে, তা-ই বলেছি। তারা অন্যায় করেছেন, সেটাই তুলে ধরেছি।”
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। অভিযোগে বলা হয়, আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় গত ১৪ মার্চ নিহতের স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে শাজাহান খানের নাম। এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময়ে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।