নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত সোয়া এক ঘন্টা ব্যাপি এলাকাবাসী ও সাধারণ জনগণের ব্যানারে চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে প্রতিষ্ঠানের সামনের গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আতাউর রহমানের সঞ্চালনায় ও আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা: এস এম ফজলুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে দূর্ণীতির মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়াও প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম করেই চলেছেন। আমরা এই দুর্নীতিবাজ প্রধান ও গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবী জানাচ্ছি।
এছাড়াও বক্তব্য রাখেন, কসব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুসহ
রুস্তম আলী, আ: ছালাম, ইয়াচিন আলী, সরদার, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার চার শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।