কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন। রবিবার (২৮ এপ্রিল) ভোরে উখিয়া উপজেলার ৪নং ক্যাম্পের ইরানী পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ৫ জনই রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন নবী বাহিনীর সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলো, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃেেতাম: কবির আহম্মদের ছেলে মো: জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত মো; আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-২ ব্লকের মো: মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮), এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫) ও সি-৭ ব্লকের মো: আব্দুস সালামের ছেলে মো: খলিল (৩৪)।
রবিবার বেলা ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো: ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, রবিবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে জনৈক ব্যক্তির বসতঘরে বেশ কয়েকজন লোক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে ধাওয়া দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের শরীর এবং বসতঘরে তল্লাশি করে বিদেশি ৫টি পিস্তল, দেশীয় তৈরি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।