কিশোরগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইসহ ২ জনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মো: লিলু মিয়ার মৃত্যুর অভিযোগে হত্যা মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা গজারিয়া গ্রামের মো: স্বপন মিয়া (৪০) এবং তার শশুর মো: ইদ্রিছ মিয়া (৫৫)।
মামলা সুত্রে জানা যায়, মৃত লিলু মিয়া ও স্বপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সীমানার জটিলতা নিয়ে বিরোধ সমাধানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লিলু মিয়ার বাড়ির উঠানে শালিশী বৈঠক বসে। ওই বৈঠকে স্বপন মিয়া এবং তার শশুর ইদ্রিছ মিয়াসহ আরো অজ্ঞাত কয়েকজন লোক লিলু মিয়ার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় লিলু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃত লিলু মিয়ার বড় ছেলে মো: নজরুল ইসলাম (৩৪) বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। সেদিন রাতেই ইদ্রিছ মিয়া ও স্বপন মিয়াকে আটক করে পুলিশ ।
কিশোরগঞ্জে বড় ভাইকে হত্যার বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাহাবুব উল্লাহ সরকার জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রসুলপুর গ্রাম থেকে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃতদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।