দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৩২কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৩। এতে মোছা: সালমা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত সালমা (৩০) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের কোরনজি এলাকার মো: মুকুল হোসেনের স্ত্রী।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে চিরিরবন্দর উপজেলার কোরনজি সাজিপাড়া এলাকায় গাঁজাসহ তাকে গ্রেফতার করে র্যাব-১৩ দিনাজপুর সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তার আরেক সহযোগী আক্কাশ আলী।
দিনাজপুরের চিরিরবন্দরে নারী মাদক কারবারিকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন (র্যাব-১৩এর) ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত (পুলিশ সুপার) মো: আব্দুর রাজ্জাক খান।
মো: আব্দুর রাজ্জাক খান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।