ভাগ্নেকে হত্যার মামলায় মামার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ফেনী সদর উপজেলার ছনুয়ায় ভাগনে পঞ্চম শ্রেণির ছাত্র মো: মনসুর আলমকে হত্যার মামলায় আপন মামার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
ভাগ্নেকে হত্যার দায়ে, আসামি মো: নুর আলমকে (৩৯) ৫ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী মো: এপিপি ফরিদ আহাম্মদ হাজারী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ আগস্ট ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়ার বোগদাদিয়া আমির আলী মুন্সী বাড়ির মো: সাহাব উদ্দিনের ছেলে মো: মনসুর আলমকে তার আপন মামা মো: নুর আলম গলা কেটে হত্যা করে। সেদিন বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল মুন্সীর ঘাট বোয়াইল্লা খাল এলাকায় তাকে হত্যা করা হয়।
ঘটনায় নিহতের বড় ভাই মো: জানে আলম সাগর ২০১৬ সালের ৩০ আগস্ট ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক সোমবার (২৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে আসামি মো: নুর আলম কারাগারে রয়েছে।