২৭৩ পিস ইয়াবা টাবলেটসহ মো: সাইদ আলী (৪৪) নামের শ্যামলী পরিবহনের এক চালককে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহরের গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আলী গাংনী উপজেলার ছাতিয়ান এলাকার মো: খেদ আলীর ছেলে।
গাংনী র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহনে মাদক আসছে এমন তথ্যে ভিত্তিতে র্যাব ১২-এর অভিযানিক দল অভিযান চালিয়ে ২৭৩ পিস ইয়াবাসহ বাস চালক সাঈদ আলীকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।