ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ৭০ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দেশটির বেসরকারি প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।
সংস্থাটি আরও জানায়, এ দুর্যোগে কমপক্ষে আরও ৭৪ জন আহত এবং ৬৭ জন বিপর্যয়কর বন্যায় নিখোঁজ হয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যটিতে বিশেষত ১৪ লাখ জনসংখ্যার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পোর্তো আলেগ্রি শহরে দ্রুত বর্ধিত জলের স্তর বাঁধ গুলোকে প্লাবিত করে।
শহর জুড়ে প্রবাহিত গুয়াইবা নদীর উচ্চতা হয়েছে ৫.০৪ মিটার। গুয়াইবা নদীর পানির এ উচ্চতা ১৯৪১ সালের ঐতিহাসিক ধ্বংসাত্মক বন্যার রেকর্ড ছাড়িয়েছে। ওই বন্যায় গুয়াইবা নদীর পানির উচ্চতা হয়েছিলো ৪.৭৬ মিটারের উপরে।
কর্তৃপক্ষগুলো জলাবদ্ধতায় আটকে পড়া মানুষদের সন্ধানে ৪ চাকা-ড্রাইভ যানবাহন, এমনকি জেট স্কি-চার-চাকা-ড্রাইভ যানবাহন ব্যবহার করে জলাভূমির আশেপাশের অঞ্চলগুলোতে তাদের সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যার বিষয়ে প্রতিরক্ষা সংস্থাটি জানায়, রাজ্যটিতে প্রায় ৬৯ হাজার ২০০ বাসিন্দা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। এ ছাড়াও ১০ লাখের বেশি মানুষ সুপেয় পানির থেকে বঞ্চিত রয়েছেন।