হামাসের শক্তিশালী ঘাঁটি দখলের দাবি ইসরায়েলি বাহিনীর। ১০ ঘণ্টা লড়াইয়ের পর গাজা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শক্তিশালী একটি ঘাঁটির দখলে নেওয়ার দাবি জানান ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তি এই দাবি জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গাজা উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার পশ্চিমাংশে এই ঘাঁটিটি অবস্থিত। আউটপোস্ট-১৭ নামের ওই ঘাঁটিটির সঙ্গে বেশ কয়েকটি সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গ ও ঘাঁটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র জব্দের দাবিও করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (৮ নভেম্বর) লড়াইয়ে আল কাসেম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের ১২সদস্য সেনা নিহত হয়েছে বলেও নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো তথ্য দেয়নি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে প্রতিরক্ষা বাহিনী জানায়, পশ্চিম জাবালিয়ায় যখন নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সঙ্গে ইসলামিক জিহাদ ও আল কাসেম ব্রিগেডের সংঘাত চলছে, তখনও গাজার বিভিন্ন এলাকায় হামাসের স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালা করে ইসরায়েলি বিমান বাহিনী। সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা।