আজ চন্দ্র গ্রহণ দেখা যাবে খালি চোখে। খালি চোখে অর্ধ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছে সৌদি আরবের অধিবাসী। শনিবার (২৮ অক্টোবর) রাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে বলে জানা গেছে। জেদ্দার জ্যোতির্বিজ্ঞান, সোসাইটি এমন তথ্য জানিয়েছে। জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি মো : মজিক আবু জাহরা বলেন, সৌদি আরব এর সব অঞ্চল থেকে অর্ধ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ১০টা পঁয়ত্রিশ মিনিটের দিকে দেখা যাবে।
তিনি বলেন, সৌদি আরবের পরস্পরের দেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। সৌদির স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং চলবে রাত ১১টা ৫২ মিনিট পর্যন্ত। পৃথিবীর যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মূলত সূর্য থেকে চাঁদে আলো আসতে বিঘ্ন সৃষ্টি করে পৃথিবী।
একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর বিপরীত প্রান্তে থাকে।। পৃথিবী এতে বাধা সৃষ্টি করে।