গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো: সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পুকুর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি রবিবার (১৪ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলো।
নিহত শিশু সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহাড়ি গ্রামের মো: কনক মিয়ার ছেলে। সে বাবা-মায়ের সাথে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পাশে মো: ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকতো। সিয়ামের বাবা কনক মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। সিয়াম স্থানীয় চাইল্ডহুড স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ার আলী কলেজের পেছনেই পুকুর। বুধবার সকালে এক পথচারী পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে মরদেহটি সিয়ামের বলে সনাক্ত করে তার পরিবার।
পরে পুলিশ এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করে। শিশুর পরিবারের লোকজন জানিয়েছে, গত ১৪ এপ্রিল দুপুরে শিশু সিয়াম নিখোঁজ হয়। সিয়াম সাঁতার জানতো না বলে জানায় তার পরিবার।
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধারের বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইসমাইল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।