বগুড়ায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাইকালে দু’জন নারীসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১ টার দিকে বগুড়ার সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় ৩ ছিনতাইকারীকে আটক করা হয়।
আহত অটো চালক আনিছার রহমান (৪০) সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তার স্ত্রী বৈশাখী খাতুন (১৯) ও সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।
অটোচালক আনিছারের ছেলে আকাশ ইসলাম বলেন, গতকাল রাত ১০টার দিকে দু’জন নারীসহ তিন ব্যক্তি শহরের শাখারিয়ায় যাওয়ার কথা বলে আমার বাবা আনিছার রহমানের অটোরিকশা ভাড়া করে। পথে মধ্যে মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে তাদের মধ্যে একজন আমার বাবার পিঠে ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা ওই তিনজন ছিনতাইকারীকে আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে স্থানীয় জনতা দু’জন নারীসহ তিনজনকে আটক করেছে। পরে ঘটনাস্থল গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়৷ এ ঘটনায় আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।