দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে ভাংচুর, চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও চিকিৎসদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সকল চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
এতে সারদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকছে। রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এ ঘোষণা দেন তারা।
চিকিৎসকদের দাবি হলো, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দুটি দাবিই মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। এ কর্মসূচি নিয়ে আজ দুপুর আড়াই টার পর প্রেস ব্রিফ্রিং করা হবে বলে জানান তারা।