বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন মোটরসাইকেল আরোহী। শুক্রবার (০৯ নভেম্বর) খুলনা মহাসড়কের রামপাল উপজেলার রণসেন এলাকায় প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা। নিহত দুই জন মোটরসাইকেল আরোহী মো: হারুন আর রশীদ ও মো: আব্দুর রাজ্জাক।
জানা গেছে, বাগেরহাটের রামপালে শুক্রবার (০৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মোংলাগামী প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মো: হারুন রশীদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহীর বাগমারা উপজেলার বুজরুককৌড় গ্রামের মো: মজিবর রহমানের ছেলে মো: হারুন অর রশীদ।
গুরুতর আহত মোটরসাইকেল চালকের নামি আব্দুর রাজ্জাক (৩০)। তাকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুসময় পর তাকে মৃত ঘোষণা করা হয়। মোটরসাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: আব্দুর রাজ্জাক।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো: আশরাফুল আলম জানান, মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার রণসেন এলাকায় মোংলাগামী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়।
দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক কারটি রেখে পালিয়ে গেছে। প্রাইভেট কার চালককে শনাক্ত করে তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম।