রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজেকের উদয়পুরের সীমান্ত সড়কের কাজ শেষ ২০ জন শ্রমিক একটি ট্রাকযোগে বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিলো। পথে মধ্যে শ্রমিকবাহী ট্রাকটি সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ১০০ ফুট নিচে পাহাড়ের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৪ জন।
এ ব্যাপারে রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) মো: আবদুল আওয়াল চৌধুরীর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। আহতরা বর্তমানে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাজেকে গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়েছে সে বিষয়ে তদন্ত চলমান।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। সীমান্ত সড়কের কাজের জন্য তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছিল। নিহতদের পরিবারের সন্ধান পাওয়া গেলে মরদেহ হস্থান্তর করা হবে। নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে