লালমনিরহাটে জুয়ার আসর থেকে মিলন চন্দ্র নামের স্কুলশিক্ষকসহ ৮ জুয়াড়ি আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ফলিমারী বাজারে দোকানঘর থেকে জুয়ার সামগ্রী ও নগদ ১০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
বুধবার (০১ মে) দুপুরে আটককৃতদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আটকৃতরা হলেন, উপজেলার ফলিমারী এলাকার কালু চন্দ্রের ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মুকুল চন্দ্র (৩৮), মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ধর্মকান্ত রায় (৩৫), হলধর চন্দ্রের ছেলে সত্যজিৎ রায় (২৫), কালিদাস চন্দ্রের ছেলে তারকচন্দ্র (৪৫), মো: রুস্তম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), বীরেন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র (৩০), মো: হাসান আলীর ছেলে মো: কামাল হোসেন (২৫), ও উপজেলার তালুক দুলালী এলাকার মো: নুর মোহাম্মদের ছেলে মো: মিলন মিয়া (৩৫)।
লালমনিরহাটে জুয়ার আসর থেকে স্কুলশিক্ষকসহ ৮ জুয়াড়ীকে আটকের বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনাচর্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদক-জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় এক স্কুলশিক্ষকসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়। আটকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।