জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মোছা: রাবেয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘাতক ছেলে মো: জাহিদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকার মৃত মো: হযরত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ছেলের বৌ মিশি আক্তারের সঙ্গে ঝগড়া হয় রাবেয়া খাতুনের। এ সময় ছেলে জাহিদ পাশেই দা দিয়ে কাজ করছিল। বউ ও মা’য়ের সাথে ঝগড়া দেখে জাহিদ তার হাতে থাকা দা দিয়ে তার মা রাবেয়া খাতুনের মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন রাবেয়া খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জামালপুরের বকশীগঞ্জে দায়ের কোপে মায়ের মৃত্যুর বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এমন খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে বাড়ীর পাশের ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে আটক করা হয়।
যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, সেটিও আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।