শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে এই মানবন্ধনে অংশ নেয় স্থানীয় ভুক্তভোগী প্রায় শতাধিক মানুষ।

মানবন্ধন থেকে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে, স্থানীয় প্রভাবশালী মহলের দীর্ঘ দিনের বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এছাড়াও অভিযোগ, অনেকেরই ফসলি জমি ঘেষে মাটি কাটা হয়েছে এবং নদীর বালু স্তুপ করে জমি দখল করে রাখা হয়েছে।

বালু উত্তোলনে নদীতে ভাঙ্গন হওয়ায় জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই মিলছে হুমকী ও পুলিশ দিয়ে হয়রানি। এছাড়ার গ্রামের ভিতর দিয়ে বালুবাহী একাধিক ট্রাক দিনে ও রাতে চলাচল করায় একদিকে রাস্তা ঘাট নষ্ট হচ্ছে, অন্যদিকে মানুষ জনের রাস্তা চলাচলও অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধ থেকে আশরাফ আলী, ময়নুল ইসলাম, মিন্টু প্রামাণিক, ফয়জুল আকন্দ, দুদু মন্ডল, হাসেন আলী, আব্দুল জলিল সহ অন্যান্যরা বক্তব্যে এসব কথা উল্লেখ করেন। পাশাপাশি অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

উল্লেখ্য, গেলো ২৯ জানুয়ারী বগুড়ার শেরপুরে বালু উত্তোলনের সাথে যুক্ত মোন্নাফ চৌধুরী, শাহিদুল ইসলাম, বক্কার আলী ও চার্লী সরকারের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্থানীয় ভুক্তভোগীরা একত্রে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, কিছুদিন আগেই বড়ইতলি গ্রামে অভিযান চালিয়ে জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। বালু উত্তোলনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ আরও কঠর হবে বলে উল্লেখ করেন তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা...