কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক ও স্থানীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনিতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত প্রতিটি সন্ত্রাসীকে চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারবে না।”
সম্প্রতি সংঘটিত হামলায় প্রাণ হারান ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন কাশ্মীরি। ওই হামলার পর এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ভাষণের শুরুতে নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানান তিনি।
মোদি বলেন, “এই হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো ভারতের আত্মায় আঘাত। পাহেলগামের সেই মানুষগুলো—কেউ বাংলায় কথা বলেছে, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ ওড়িয়া, কেউ গুজরাটি, কেউ বিহার থেকে এসেছিল। সন্ত্রাসীরা এ দেশের বহুত্ববাদের ওপরই হামলা চালিয়েছে।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বর্বর হামলার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিরাজ করছে। যারা এই হামলার পেছনে রয়েছে, তারা শাস্তি পাবেই। ভারতের চেতনা সন্ত্রাস দিয়ে ভাঙা যাবে না।”
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি সন্ত্রাসবিরোধী সংস্থা, গোয়েন্দা বাহিনী এবং নিরাপত্তা বিভাগ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে। তিনি আরও বলেন, “বিশ্বের শেষ প্রান্তেও যদি তারা লুকিয়ে থাকে, ভারত তাদের খুঁজে বের করবে।”
প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা এই দুঃসময়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এই লড়াই শুধু ভারতের নয়, মানবতার পক্ষের লড়াই।”