ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিয়ন্ত্রণ হরিয়ে বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। রবিবার (০৯ জুন) বাসটিতে করে একদল তীর্থযাত্রী জম্মুর রিয়াসির শিব খৌরি মন্দির থেকে কাটরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ধারণ করা হচ্ছে, এই হামলার মাধ্যমে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে হামলাকারীরা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায়, রিয়াসির সাবেক পঞ্চায়েত প্রধান রাম সিং বলেছেন, হামলায় বাসটির চালকের মাথা ও পেটে গুলি লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাঁধে ও স্ট্রেচারে করে আহতদের উদ্ধারের চেষ্টা করে।
ঘটনাটি আমার গ্রাম তেরিয়াথ থেকে কয়েক কিলোমিটার দূরে ভারক নামক একটি স্থাণে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ও আহতদের আমাদের হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে অনেককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চালক ছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করে রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে, আমরা খবর পেয়েছি, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিত হামলা চালিয়েছে। যার ফলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে খাদে পড়ে যায়।