মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ক্যামেরন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে পেরাক রাজ্যের কাম্পার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আলি আজগর, মো: সোহেল মিয়া ও আব্দুল্লাহ মোহাম্মদ (৩১)। গাড়িতে থাকা ৮ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডে ১টি ফার্মে কাজ করতেন।
গাড়িচালক মো: কবির হোসেন ( ৩২), রাজু মিয়া (২৭), সাইফুল ইসলাম ( ২৫) ও সোহেল রানা (৩০ ) অক্ষত অবস্থায় রয়েছেন। তবে মোহাম্মদ সোহেল নামে ১ জনকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তি তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার বিষয়ে কাম্পার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর যাওয়ার পথে চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পেছন থেকে ১টি লরি এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।