খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ আগস্ট) দুপুর ৩টার দিকে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এর আগে, শিক্ষার্থীরা নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের বেরিকেড ভেঙ্গে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় দিকে রওনা দেয়।
শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় আন্দোলনকরাীরা আবারও পুলিশের ফের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়। এরপর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা, রাবার বুলেট, ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর জিরো পয়েন্ট উত্তেজনা বিরাজ করছিল।