কক্সবাজারে বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজার পৌর শহরের দক্ষিণ পল্লানিয়াকাটা ও শিকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলেন, শহরের ৬ নং ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকার মো: করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকার মো: সাইফুলের ছেলে নাজমুল হাসান (৬)।
নিহত জমিলার স্বামী করিমের বরাতে স্থানীয় বাসিন্দা মো: মনসুর জানান, দক্ষিণ পল্লানিয়াকাটায় বসতঘরে সকলে নাস্তার আয়োজন করছিলেন। এ সময় আচমকা পাহাড়ের মাটি বসত ঘরের ওপরে পড়লে চাপা পড়েন গৃহবধূ জমিলা বেগম। পরে স্থানীয়দের সহযোগিতায় জমিলাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সিকদার বাজার এলাকায় পাহাড় ধসে ঘরের মাটির দেয়ালসহ আসবাবপত্র শিশু নাজমুল হাসানের গায়ের ওপর পড়ে। নাজমুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাটিচাপায় জখম হওয়া দুজনের মধ্যে শিশু নাজমুলকে সকাল ৮টার দিকে ও নারী জমিলাকে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। মাটির দেয়ালের চাপা পড়ে শিশু নাজমুলের মাথা থেঁতলে যায়। নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারে বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যুর বিষয়ে কক্সবাজার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: আলমগীর জানান, পাহাড় ধসে দুজনের মৃত্যুর কথা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। ভারি বৃষ্টিতে ফাঁড়ি ভবনের নিচতলা একেবারে তলিয়ে গেছে। পানি ঢুকেছে অফিসকক্ষসহ প্রয়োজনীয় সকল নিচু স্থানে। ডুবে গেছে রাস্তাঘাট।