খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মো: খাইরুল আলম (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাইকগাছা-কয়রা মহাসড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: খায়রুল আলল জেলার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে।
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, খুলনায় একটি মামলার হাজিরা দেওয়ার জন্য খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে মধ্যে উপজেলার মৌখালী নামক স্থানে পৌঁছালে ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল থাকা চালক ও অপর আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল অরোহী খায়রুল আলম মারা যান ও মোটরসাইকেল চালক আহত হন।
তিনি আরও জানান, আহত ব্যক্তিকে প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।