গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিব ও নাহিদ নামের ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসিঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ২ শিক্ষার্থী গাইবান্ধা শহরের আহম্মদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। নিহতরা গাইবান্ধা শহরের ডেভিড কম্পানি পাড়ার বাসিন্দা।
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো: আব্দুল বারী বলেন, গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ৬ জন শিক্ষার্থী সাঁতরিয়ে বালাসিঘাটে নদের মাঝাখানে গোসল করতে যায়। এ সময় ৪ জন নদ থেকে পাড়ে ফিরলেও বাকী দুজন নিখোঁজ হয়।
খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের ১টি দল নিখোঁজ ২ জনকে উদ্ধারে অভিযান শুরু করেন। খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর নিখোঁজ মাহিবকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নিখোঁজ নাহিদের মরদেহ প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়।